১৮ বছরের এক সুন্দরী মেয়ে Lymph node TB নিয়ে ভর্তি।
নবীন ইন্টার্ণ চিকিৎসক তার Lymph node examination করতে লজ্জা পাচ্ছে । রোগী নিজেও axillary Lymph node examine করতে দিবে না।
এর মাঝে রোগীর anaemia দেখতে গিয়ে tongue এ নতুন findings পাওয়া গেলো। Tongue is deep blue.
এর মাঝেই স্যার রাউন্ড দিতে চলে আসলেন।
স্যার tongue দেখতে বললেন সবাইকে। কি এটা?
- Tongue ব্লু, that means central cyanosis.
Sir - এই patient এর cyanosis কেনো?
একজন বলল- স্যার হয়তো রোগীর congenital heart disease আছে।
আরেকজন- স্যার হয়তো Disseminated TB. Massive pleural effusion হয়েছে।
Sir- তাহলে রোগীর কোনো symptoms নেই কেনো? Hand, chest examine করছো?
- স্যার chronic disease এজন্য হয়তো adapted হয়ে গেছে 🤐
Sir- তাই? 😀 history নিছো ভালো করে!
দেখি রোগীর কাছে শুনি।
এই মেয়ে, তুমি কি একটু আগে কিছু খাইছো ?
রোগী- স্যার জাম খাইছি। 🤐
Sir- শুনলা ? রোগীর bed এর কর্নারে যে এক পলিথিন জাম এটাও দেখতে হবে। 😇😇
Bed এর উপর একটা Inhaler থাকলে সেটাও দেখতে হবে । চারপাশের অনেক কিছু তোমার diagnosis বলে দিবে।
নবীন ইন্টার্ণ চিকিৎসক তার Lymph node examination করতে লজ্জা পাচ্ছে । রোগী নিজেও axillary Lymph node examine করতে দিবে না।
এর মাঝে রোগীর anaemia দেখতে গিয়ে tongue এ নতুন findings পাওয়া গেলো। Tongue is deep blue.
এর মাঝেই স্যার রাউন্ড দিতে চলে আসলেন।
স্যার tongue দেখতে বললেন সবাইকে। কি এটা?
- Tongue ব্লু, that means central cyanosis.
Sir - এই patient এর cyanosis কেনো?
একজন বলল- স্যার হয়তো রোগীর congenital heart disease আছে।
আরেকজন- স্যার হয়তো Disseminated TB. Massive pleural effusion হয়েছে।
Sir- তাহলে রোগীর কোনো symptoms নেই কেনো? Hand, chest examine করছো?
- স্যার chronic disease এজন্য হয়তো adapted হয়ে গেছে 🤐
Sir- তাই? 😀 history নিছো ভালো করে!
দেখি রোগীর কাছে শুনি।
এই মেয়ে, তুমি কি একটু আগে কিছু খাইছো ?
রোগী- স্যার জাম খাইছি। 🤐
Sir- শুনলা ? রোগীর bed এর কর্নারে যে এক পলিথিন জাম এটাও দেখতে হবে। 😇😇
Bed এর উপর একটা Inhaler থাকলে সেটাও দেখতে হবে । চারপাশের অনেক কিছু তোমার diagnosis বলে দিবে।
Tags:
Clinician experience