ইন্টার্ন গাইডলাইন পর্ব-৩
মেডিসিন সার্জারি গাইনী- আগে কোথায় প্লেইসমেন্ট নিলে/ পড়লে ভালো হবে? অনেকে মনে করে আগে মেডিসিন বা কঠিন প্লেইসমেন্ট দিয়ে শুরু করাটা ভালো হবে। শেষের দিকে ঝিমিয়ে যাবো সবাই। তাই শুরুতেই কঠিন প্লেইসমেন্ট দিয়ে শুরু করি। তাছাড়া পড়ার সময়ও পাবো। কিন্তু ব্যাপ…